চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর সাথে চীনের গুয়াংজুতে অবস্থিত জেসিআই স্বীকৃত মডার্ন ক্যান্সার হসপিটালের এক ‘পার্টনার্স মিট’ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সিয়োক হেলথকেয়ারের ব্যবস্থাপনায় নগরীর একটি হোটেলে গত ১১ অক্টোবর শনিবার রাতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়োক হেলথকেয়ারের স্বত্বাধিকারী ও বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম এসোসিয়েশন (বিএমটিএ) সদস্য এম. এম. মাসুম-উজ-জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডার্ন ক্যান্সার হসপিটাল, গুয়াংজু-এর বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনিক্যাল রিসার্চার ডা. মোহাম্মদ আসাদ নাওয়াজ মেহদি এবং হাসপাতালের মার্কেটিং ও প্রমোশন অফিসার এমিলি সাই।
সিএমটিএফ-এর সদস্য সচিব ও বিএমটিএ সদস্য দাঊদ আরমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ফোরামের আহ্বায়ক ও বিএমটিএ সদস্য মো. আব্দুল আলিম।
মডার্ন ক্যান্সার হসপিটালের কর্মকর্তাবৃন্দ তাদের হাসপাতালের অত্যাধুনিক ও বিশ্বমানের অনকোলজি প্রযুক্তি, চীনের স্বাস্থ্যসেবার অগ্রগতি এবং ক্যান্সার চিকিৎসার ১৮ ধরনের পদ্ধতি নিয়ে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। তারা হাসপাতালটির ইন্টারভেনশনাল থেরাপি, ক্রায়োথেরাপি, ন্যানো নাইফ, পার্টিকল ইমপ্লানটেশন এবং মাইক্রোওয়েভ অ্যাবলেশনসহ আরও বহু উন্নত চিকিৎসা প্রযুক্তির বিষয়ে অনুষ্ঠাতে অবহিত করেন।
অনুষ্ঠানে সিএমটিএফ-এর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান, ওমর শরিফ, আলিফ রহমান আখিল, ইফতেখার সাইমন, মোহাম্মদ নুরুল আনোয়ার, জিয়াউল হক, রেশমা সুলতানা, শেখ মোহাম্মদ আফনান, নিলয় বসাক, আহমেদ হাসান মাহমুদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাঈদ হোসেন এবং বোরহান উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন-এর নিউজ এডিটর জাহিদুল ইসলাম, সাংবাদিক প্রবীর বড়ুয়া, মেডিকেল ট্যুরিজম ব্যক্তিত্ব মোহাম্মদ ইউসুফ, হামিদুল ইসলামসহ আরও অনেকে তাদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়।