রোদেলা বিকেলে মজার ব্রেকফাস্ট
সকালের খাবারটা যদি একটু মজাদার হয় তাহলে দিনটা আনন্দময়ই হবে সেটা নিশ্চিত। এজন্য চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম মার্কেটের রোদেলা বিকেল-এ প্রতিদিন সকালে পাওয়া যাবে মজার মজার সব মুখরোচক খাবার যেগুলো দিয়ে দিনের শুরুটাই হবে অন্যরকম।
রোদেলা বিকেলে পহেলা ডিসেম্বর থেকে প্রাতরাশে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত যেসব মজার নাস্তা পাওয়া যাবে সেগুলো হলো * দেশি গরুর নলা * কুষ্টিয়ার খাসির পায়া * দেশি মুরগির স্যুপ * ডাল ভাজি * দেশি ডিমের অমলেট * নান রুটি * ঘিয়ে ভাজা পরোটা * ঘিয়ে ভাজা লুচি * ঘিয়ের হালুয়া * স্পেশাল দুধ চা।
আরো জানতে: +৮৮০ ১৬১৬ ৪৪৪ ৪৬৬
Please follow and like us: