কেনা দামে পণ্য বিক্রি করছে পাইকারিডটকমডটবিডি
কেনা দামে অর্থাৎ বিনা লাভে পণ্য বিক্রি করছে ই-কমার্স প্রতিষ্ঠান পাইকারিডটকমডটবিডি। ফলে ক্রেতারা অনলাইন থেকে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কম দামে পছন্দের পণ্য কিনতে পারবেন। নতুন এ সুযোগ দিতে সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে ‘বিনা লাভে পণ্য বিক্রি’ স্লোগানকে সামনে রেখে মেম্বারশিপ প্রোগ্রামও চালু করে ই-কমার্স প্রতিষ্ঠানটি।
৬ মাস কিংবা ১২ মাস মেয়াদী এককালীন সদস্য ফি জমা দিয়ে ওয়েবসাইটটি থেকে কম দামে পণ্য কেনা যাবে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাবির হোসেন জানান, নির্দিষ্ট অর্থের বিনিময়ে যেকোনো ব্যক্তি পাইকারির সদস্য হতে পারবেন। আর শুধু সদস্যরাই বিনা লাভে বিক্রি হওয়া পণ্য কেনার সুযোগ পাবেন।
Please follow and like us: