গ্লোবাল এমভিটি পার্টনার ইম্প্যাক্ট পার্সন এওয়ার্ড পেলেন মেডিএইডারের শাব্বির আহমদ তামিম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সার্ভিস এক্সপার্ট প্রমোশন কাউন্সিল (এসইপিসি) আয়োজিত সাঞ্জীভানি ২০২৪-এ ‘গ্লোবাল এমভিটি পার্টনার ইম্প্যাক্ট পার্সন এওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের চিকিৎসা সহায়তা ও চিকিৎসা পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান মেডিএইডার-এর প্রধান নির্বাহী ও প্রখ্যাত মেডিকেল ট্যুরিজম ব্যবসায়ী শাব্বির আহমদ তামিম।
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে এসইপিসি’র পক্ষে এওয়ার্ডটি শাব্বির আহমদ তামিমের হাতে তুলে দেন এশিয়ার অন্যতম সেরা কার্ডিয়াক সার্জন ও মেদান্তা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নরেশ ত্রেহান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইপিসি’র ডিজি ড. আবে সিনহা ও ফেডারেশন অভ হেলথকেয়ার এন্ড ওয়েলনেস প্রমোশন কাউন্সিল-এর প্রেসিডেন্ট দালিপ কুমার চোপড়া।
শাব্বির আহমদ তামিম দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মেডিকেল ট্যুরিজমের প্রসারে কাজ করে আসছেন।