ডাচ্-বাংলা ব্যাংকে ডেবিট কার্ড-এনপিএসবি কার্ডের লেনদেন বন্ধ থাকবে ১-৫ জানুয়ারি
নতুন কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদকরণের জন্য নতুন বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি বুধবার থেকে ৫ জানুয়ারি রবিবার পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংকের সকল শাখা ও এটিএম বুথে ডেবিট কার্ড ও এনপিএসবি কার্ডের জন্য সিআরএম ও এটিএম লেনদেন বন্ধ থাকবে।
এ সময় ব্যাংকটির শাখা ও এটিএম বুথ থেকে এই সেবাগুলো নেয়া যাবে না। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর লেনদেন চালু থাকবে।
এছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর মঙ্গলবার ব্যাংক হলিডে এবং ৩ জানুয়ারি শুক্রবার ও ৪ জানুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটিও রয়েছে।
ফলে মূলত ব্যাংকটির স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে ১ জানুয়ারি বুধবার, ২ জানুয়ারি বৃহস্পতিবার ও ৫ জানুয়ারি রবিবার মিলিয়ে মোট তিন দিন।