জুলাইয়ে বাজার কাঁপাতে লঞ্চ হবে দুর্ধর্ষ সব বাইক ও স্কুটার, জেনে নিন দাম-ফিচার্স
[ad_1]
অনেকদিন ধরে বাজারে দুর্দান্ত বাইক বা স্কুটার আসার আশায় বসে আসেন? তাহলে জুলাইতেই আপনার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। রয়্যাল এনফিল্ড, হিরো, বাজাজ, ও বিএমডব্লিউ এই মাস ভারতে নিয়ে আসছে চমকে ভরা টু-হুইলার। যেমন এই সপ্তাহে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করবে বাজাজ। তারপর জুলাইয়ের মাঝামাঝিতে এন্ট্রি নেবে রয়্যাল এনফিল্ডের নতুন মডেল।
শুধুই কি মোটরসাইকেল? একদমই না। মধ্যবিত্তের জন্য হিরো এই মাসেই নতুন স্কুটি উন্মোচন করবে বলে খবর। আর জুলাইয়ের শেষ সপ্তাহে বিএমডব্লিউ কোম্পানির যে স্কুটারের আগমন ঘটবে, তা দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য! কৌতুহল বাড়িয়ে দিলাম নিশ্চয়ই। চলুন দেখে নিই এই মাসে আসতে চলা চারটি নতুন দু’চাকা গাড়ির খুঁটিনাটি।
রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০
রয়্যাল এনফিল্ডের এই বাইকটি গত দু’বছর ধরে আলোচনায়। ক’দিন আগেই অফিশিয়াল নাম এবং লঞ্চের তারিখ ঘোষণা করেছে সংস্থা। আত্মপ্রকাশ করবে আগামী ১৭ জুলাই। শুনলে অবাক হবেন, এটি নতুন হিমালয়ান ৪৫০ অ্যাডভেঞ্চার বাইকের রোডস্টার ভার্সন। দুই বাইকের একই ইঞ্জিন থাকতে চলেছে, যা ৪০ বিএইচপি ও ৪০ এনএম টর্ক উৎপাদনে সক্ষম। দাম ২.৪০ লক্ষের আশেপাশে থাকতে পারে বলে অনুমান।
বিএমডব্লিউ সিই০৪
ইলেকট্রিক মডেলের হাত ধরে ভারতের স্কুটার মার্কেট নাড়িয়ে দিতে তৈরি এই জার্মান সংস্থা। জুলাইয়ের ২৪ তারিখে লঞ্চ। বিএমডব্লিউ সিই০৪-এর মতো বড় ও আধুনিক স্কুটার দেশে নেই। দেখলে মনে হবে এই গাড়ি যেন সায়েন্স ফিকশন ছবি থেকে উঠে এসেছে। স্মার্টফোন কানেক্টিভিটি যুক্ত ১০.২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, তিনটি রাইড মোড, ও এবিএস থাকছে এতে। ফুল চার্জে স্কুটারের ব্যাটারি ১৩০ কিলোমিটার পর্যন্ত ব্যাকআপ দেবে। টপ স্পিড ১২০ কিলোমিটার। দাম শুনলে মাথা হয়তো একটু ঘুরতে পারে৷ সর্বনিম্ন হলেও এক্স-শোরুম প্রাইস ৯ থেকে ১০ লক্ষের কাছাকাছি থাকার সম্ভবনা।
হিরো ডেস্টিনি
হিরো ডেস্টিনির ফেসলিফ্ট ভার্সন জুলাইতে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। ফাঁস হওয়া ছবি থেকে স্কুটারটির ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। সামনের ও দু’পাশের অংশ বড় মেকওভার পেয়েছে। আগের মডেলের তুলনায় দেখতে সুন্দর লাগছে। তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে স্পোর্টি স্টাইল আনা হয়েছে। ১২৫ সিসি ইঞ্জিনের পারফরম্যান্স অপরিবর্তিত থাকবে। তবে ফিচার্সে নতুনত্ব যোগ হতে চলেছে। যার মধ্যে অন্যতম ফুল-এলইডি লাইটিং ও নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।
বাজাজ সিএনজি বাইক
টু-হুইলার মার্কেটে কান পাতলে এখন একটাই নাম। আর সেটা হল বাজাজ সিএনজি বাইক। শুধু ভারতের নয়, বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল এটি। লঞ্চ হবে ৫ জুলাই। স্পেসিফিকেশন বা ফিচার্স অজানা। কারণ বাজাজ অফিশিয়াল লঞ্চের আগে এই সম্পর্কে একটা শব্দও খরচ করতে নারাজ। তবে সংস্থার দাবি, বাইকটি জ্বালানি খরচ অর্ধেকে নামিয়ে আনবে।
[ad_2]
Source link