লঞ্চ হওয়ার আগেই ফাঁস রয়্যাল এনফিল্ড গেরিলা, রইল বাইকের খুঁটিনাটি – royal enfield guerrilla 450 spied launch soon in india check expected price
[ad_1]
17 জুলাই স্পেনে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ড গেরিলা 450। তারপর সেই বাইক ভারতে আনবে সংস্থা। ইতিমধ্যে বাইকের একাধিক ছবি ভাইরাল হতে শুরু করেছে। সূত্রের খবর, এই বাইক দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – একটি ডুয়াল টোন, আর একটি সিঙ্গেল টোন।
রয়্যাল এনফিল্ড গেরিলা : ভ্যারিয়েন্ট, রঙ এবং ফিচার্স
বাইকের যে দুটি ভ্যারিয়েন্ট আসবে সেগুলি হল – রেড ও গোল্ড ডুয়াল টোন, আর একটি ম্যাট গ্রে সিঙ্গেল টোন। ডুয়াল টোন ভ্যারিয়েন্ট বাইকের টপ মডেল হতে পারে। আর সিঙ্গেল টোন ভ্যারিয়েন্ট মিড-স্পেক অথবা বেস মডেল হতে পারে।
বাইকের ডুয়াল টোন ভ্যারিয়েন্টে পাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ঠিক যেমনটা রয়্যাল এনফিল্ড হিমালয়ান 450-এ রয়েছে। এই মডেলে ব্লুটুথ কানেক্টিভিটি, কল/টেক্সট এলার্ট, মিউজিক প্লেব্যাক, ইন-বিল্ট নেভিগেশন, গুগল ম্যাপস, একাধিক রাইডিং মোড এবং USB চার্জিং পোর্ট-এর মতো ফিচার্স থাকবে।
অন্যদিকে সিঙ্গেল টোন ভ্যারিয়েন্ট বা বেস মডেলে থাকতে পারে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ঠিক যেমনটা সুপার মিটিওর, মিটিওর 350 এবং হান্টার 350-এ রয়েছে। যদিও এই তথ্য এখনও নিশ্চিত করেনি সংস্থা। USB চার্জার ছাড়া ডুয়াল টোন ভ্যারিয়েন্টের আর কোনও ফিচার্স এই মডেলে থাকবে না বলে শোনা যাচ্ছে।
তবে দুই মডেলেই পাবেন LED লাইটিং, দু প্রান্তেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ইঞ্জিন স্পেসিফিকেশনের ক্ষেত্রে থাকতে পারে 452 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন, যা সর্বোচ্চ 39 হর্সপাওয়ার এবং 40 এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে 6 স্পিড গিয়ারবক্স। বাইকে হার্ডওয়্যার ফিচার্স পাবেন 17 ইঞ্চি ফ্রন্ট ও রিয়ার অ্যালয় হুইল। বাইকের সামনে মিলবে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক।
ভারতে রয়্যাল এনফিল্ড গেরিলার দাম হতে পারে 2.30 লাখ থেকে 2.50 লাখ টাকা (এক্স-শোরুম)। 17 জুলাই লঞ্চ হওয়ার পর এই বাইকের দাম ঘোষণা করতে পারে রয়্যাল এনফিল্ড।
[ad_2]
Source link