কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল

0
ninja_pic_20240702_151541915.jpg

[ad_1]

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল। নিনজা ৬৫০ মডেলের দাম কমেছে ভারতে। বিশাল ছাড় দেওয়া হয়েছে এই বাইকে। সীমিত সময়ের জন্য পাওয়া যাবে এই অফার।

বাইক-প্রেমীদের কাছে বরাবরই পছন্দের স্পোর্টস বাইক কাওয়াসাকি নিনজা। এটি কেনার জন্য মুখিয়ে থাকেন তারা। কিন্তু, দামের কারণে কেনা হয়ে ওঠে না। তবে অফারের মাধ্যমে কম দামে কিনতে পারবেন। 

জাপানের ব্র্যান্ড কাওয়াসাকির অন্যতম হাই-পারফরম্যান্স মোটরসাইকেল নিনজা ৬৫০। ভারতের বাজারে নিনজা মোটরসাইকেলে ৩০ হাজার রুপি ছাড় দেওয়া হয়েছে। ছাড়ে এটি এখন কেনা যাবে পৌনে সাত লাখ রুপিতে। 

অনেকদিন ধরেই বাজারে রয়েছে এই বাইক। এতে পাবেন ৬৪৯ সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন, যা সর্বোচ্চ ৬৮ পিএস শক্তি এবং ৬৪ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের সর্বোচ্চ গতি ২১২ কিমি প্রতি ঘণ্টা, বাইকে রয়েছে একাধিক ফিচার্স।

এলইডি হেডলাইট, টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল, মোবাইল অ্যাপ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে বাইকে। ব্রেকিংয়ের ক্ষেত্রে পাবেন ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, দু প্রান্তেই ডিস্ক ইত্যাদি।

এজেড

[ad_2]

Source link

Please follow and like us:

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *