কানাডার ভ্যাঙ্কুভারে জিভে জল আনা খাবার ‘শেফ প্ল্যাটার্সে’
যারা কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভারে থাকেন তাদের জন্য বাংলাদেশের প্রবাসী স্বনামধন্য শেফ মনিরুল ইসলাম প্রতিদিন তৈরি করছেন নানা স্বাদের মুখরোচক সব খাবার। তার রয়েছে খাবার তৈরিতে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা।
চায়নাটাউন প্লাজায় মনিরুল ইসলাম-এর প্রতিষ্ঠান ‘শেফ প্ল্যাটার্সে’-এ রয়েছে অথেনটিক চাইনিজ, এরাবিক ও ইন্ডিয়ান ফুড। সেই সাথে ছাত্র আর কর্মহীনদের সবসময় দেয়া হয় ১০% ডিসকাউন্ট।
বিস্তারিত জানতে শেফ প্ল্যাটার্সের ফেইসবুক পেইজ
Please follow and like us: