শীঘ্রই বিদেশের আকাশে উড়বে এয়ার এ্যাস্ট্রা
চট্টগ্রামে এয়ার এ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট অনুষ্ঠিত
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা এয়ার এ্যাস্ট্রা’র ট্রেড পার্টনারদের সৌজন্যে বন্দরনগরী চট্টগ্রামে ১৬ জুলাই মঙ্গলবার আগ্রাবাদ হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‘এয়ার এ্যাস্ট্রা বিজনেস পার্টনার মিট’ শীর্ষক এই অনুষ্ঠানে চট্টগ্রামের ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এয়ার এ্যাস্ট্রা’র চিফ কমার্শিয়াল অফিসার সোহেল মজিদ, জেনারেল ম্যানেজার (এডমিন এন্ড সিকিউরিটি) গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) এ বি এম সারওয়ার ই জামান, হেড অব সেলস মোজাম্মেল হক, হেড অব গ্রাউন্ড সার্ভিস কে এম জাফরউজ্জামানসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খুব শীঘ্রই চট্টগ্রাম এয়ারপোর্টে যাত্রীদের সুবিধার্থে সেলফ চেক ইন সার্ভিস চালু করবে এয়ার এ্যাস্ট্রা। এছাড়াও যাত্রীদের টার্মিনাল থেকে বিমানে যাওয়া-আসার জন্য একটি র্যাম্প বাস সুবিধা চালু করবে বিমান সংস্থাটি।
এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের সুবিধার্থে ইন-ফ্লাইট ম্যাগাজিন ও শিশুদের জন্য ফানবুক প্রদান করে থাকে। পাশাপাশি যাত্রীদের জন্য ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অরবিট’ চালু করেছে এয়ার এ্যাস্ট্রা।
যাত্রীরা ফ্লাইট টিকেট এয়ার এ্যাস্ট্রা’র ওয়েবসাইট, মোবাইল অ্যাপস, সেলস অফিস, অনলাইন ও অফলাইন্ ট্রাভেল এজেন্সি থেকে কিনতে পারবেন।
এয়ার এ্যাস্ট্রা বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-সিলেট-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।
বেসরকারি এই বিমান সংস্থাটির বহরে বর্তমানে রয়েছে চারটি এটিআর ৭২-৬০০ যেগুলো ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বোপ্রপ এয়ারক্রাফট।
খুব শীঘ্রই আন্তর্জাতিক রুটেও ফ্লাইট শুরু করবে এয়ার এ্যাস্ট্রা।
আরো জানতে: AirAstra