পেনিনসুলায় ঐতিহ্যবাহী খাবারের উৎসব ‘হেরিটেজ হারমনি’
ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্রময় আয়োজন নিয়ে পেনিনসুলা চিটাগং-এ শুরু হয়েছে ‘হেরিটেজ হারমনি’ ফুড ফেস্ট।
চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগং-এ ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্রময় আয়োজন নিয়ে ১০ অক্টোবর লেভেল -৫ এর লেগুনা রেস্টুরেন্টে শুরু হওয়া এই খাদ্যোৎসব চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত।
হেরিটেজ হারমনি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন দি পেনিনসুলা চিটাগাং-এর অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা। এ সময় পেনিনসুলার সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেনিনসুলা চিটাগং সবসময় অতিথিদের দেশী-বিদেশী নানা স্বাদের খাবারের স্বাদ নেয়ার সুযোগ দেয়ার পাশাপাশি নিয়মিত বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবারের উৎসবের আয়োজন করে আসছে । এরই ধারাবাহিকতায় এবার পেনিনসুলা আয়োজন করেছে দেশী-বিদেশী ঐতিহ্যবাহী খাবারের এই উৎসব ‘হেরিটেজ হারমনি’।
পেনিনসুলা’র বিশেষজ্ঞ এক্সিকিউটিভ শেফ-এর তত্ত্বাবধানে হেরিটেজ হারমনিতে খাঁটি বাঙালি খাবারের ঐতিহ্যবাহী স্বাদ গ্রহণের পাশাপাশি এই অঞ্চলের বৈচিত্রময় নানা স্বাদের খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা। থাকবে লাইভ কিচেনে বাছাই করা টাটকা খাবারের স্বাদ গ্রহণের সুযোগও। এই আয়োজনে অতিথিরা পাবেন নতুন নতুন স্বাদের খাবারের অভিজ্ঞতা।
এই উৎসবে ১০০-এর বেশি মেনুতে সাজানো হারমনি হেরিটেজ স্পেশাল বুফে ডিনার উপভোগ করা যাবে ৩,৫০০ টাকা থেকে ৪,৫০০ টাকায়। এছাড়া নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা পাবেন ‘বাই ওয়ান গেট থ্রি’ এবং ‘বাই ওয়ান গেট ওয়ান‘ অফার।
আরও বিস্তারিত জানতে অথবা রিজার্ভেশনের জন্য কল করুন 01755554617 অথবা 017 55554551 নম্বরে।