থাইল্যান্ডের পাতায়ায় বাঙালি খাবার
পূর্ব থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর হলো পাতায়া। থাই উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত শহরটি থাইল্যান্ডের অষ্টম বৃহত্তম শহর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটি পর্যটনের জন্য বেশ সুপরিচিত। তাই প্রতি বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক এ শহরে আসেন ভ্রমণের উদ্দেশ্যে।
আর এই শহরেই রয়েছে Mahi Guest House & Restaurant নামে একটি বাংলাদেশী গেস্ট হাউজ ও রেস্তোরাঁ। রেস্তোরাঁটিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের থাই ফুড, সি ফুড এবং বাঙালি খাবার। এটির স্বত্বাধিকারী মো. মাঈনুদ্দিন শিকদার।
এটি প্রতিদিন খোলা থাকে সকাল ৯:৩০টা থেকে ভোর ৪টা পর্যন্ত।
যারা থাইল্যান্ড ভ্রমণে যাবেন তারা একবার ঘুরে আসতে পারেন পাতায়া। আর পাতায়াতে দুপুর কিংবা রাতের খাবারে বাঙালি খাবার খেতে চাইলে চলে যেতে পারেন মাহি গেস্ট হাউজ এন্ড রেস্তোরাঁয়।
ঠিকানা: 325/136 Soi 13/3, 2nd Road Pattaya city, Nongprue, Banglamung, Pattaya, Chon Buri, Thailand.