চট্টগ্রামে লোভনীয় পাপড়ি চাট স্টেডিয়ামের মেট্রো লাইফ চাট পয়েন্টে
ভারতীয় উপমহাদেশের বিশেষ করে উত্তর ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি ফাস্ট ফুড ও স্ট্রিট ফুড হলো পাপড়ি চাট।
পাপড়ি বলতে ওয়েফারকে বোঝানো হয় এবং সংস্কৃত ক্রিয়াপদ caṭ থেকে উদ্ভূত চাট শব্দের অর্থ একটি আঙ্গুলের মাধ্যমে স্বাদগ্রহণ করা। পাপড়ি চাট দ্বারা বেশ কয়েকটি ফাস্ট ফুড ও জলখাবারকে বোঝানো হয়ে থাকে। হিন্দিতে চাট হলো একটি ঘন ক্রিম। এই শব্দটি দ্বারা ভারতের বিভিন্ন ধরনের খাবারকে বোঝানো হয়।
বাংলাদেশের চট্টগ্রামে মজাদার পাপড়ি চাট খাওয়ার জন্য আপনি যেতে পারেন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম এলাকার মেট্রো লাইফ চাট পয়েন্ট-এ।
এখানে শুধু পাপড়ি চাটই নয় পাওয়া যায় আরো অনেক মজার মজার খাবার। এগুলোর মধ্যে আছে ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, চকলেট ফুচকা, দই বড়া চাট, চিকেন পাপড়ি চাট ইত্যাদি। এগুলোর রেগুলার সংস্করণের পাশাপাশি রয়েছে প্রিমিয়াম সংস্করণও। আরো আছে চিকেন ক্রিস্পি বার্গার, ক্ল্যাসিক বার্গার ও শর্মা। তাছাড়া মালাই চা সহ নানা রকমের চায়ের স্বাদ নিতে পারবেন মেট্রো লাইফ চাট পয়েন্ট-এ।
প্রয়োজনে যোগাযোগ: 01835-466477