থাইল্যান্ডে দুইজনের চেকআপে মেডিএইডারের বিশেষ ছাড়
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড শুধু যে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য তা নয়, দেশটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সেবা নিতে যাওয়া রোগীদের জন্যও অন্যতম গন্তব্য। তাই থাইল্যান্ডের মেডিক্যাল ট্যুরিজম অর্থাৎ চিকিৎসা পর্যটন শিল্প দেশটির অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
থাইল্যান্ডে চিকিৎসা পর্যটন জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণগুলো হলো উন্নতমানের বেসরকারি হাসপাতাল এবং উন্নত দেশগুলোর তুলনায় কম খরচে মানসম্পন্ন চিকিৎসা। তাছাড়া উন্নত পর্যটন সেবা তো আছেই।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট www.statista.com-এর তথ্যমতে ২০২৪ সালে থাইল্যান্ডে চিকিৎসা সেবা গ্রহণকারী মানুষের সংখ্যা হতে পারে ৩০ লাখেরও বেশি।
২০২৩ সালের তথ্য অনুযায়ী থাইল্যান্ডে প্রায় ১,৪০০ হাসপাতাল আছে যেগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক আছে রাজধানী ব্যাংককে।
থাইল্যান্ডে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত হাসপাতালের সংখ্যা ৬২ যেগুলোর মধ্যে ৫২টি বেসরকারি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং ব্রাজিলের পর জেসিআই স্বীকৃত হাসপাতালের সংখ্যার দিক দিয়ে থাইল্যান্ডের অবস্থান ৪র্থ। আন্তর্জাতিক রোগীদের ভাষাগত সমস্যায় সহায়তা করার জন্য থাইল্যান্ডের অনেক হাসপাতালেই আছে দোভাষী। ব্যাংককের অনেক হাসপাতালেই অন্য ভাষাভাষী দোভাষীর পাশাপাশি বাঙালিদের জন্য আছে বাংলা ভাষার দোভাষী যারা বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের থাই চিকিৎসকদের সাথে রোগের ও চিকিৎসার তথ্য বিনিময়ে সহায়তা করে থাকেন।
তুলনামূলক কম খরচে এমন আধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি যে দেশে সেই দেশে যাওয়ার ব্যাপারে রোগীদের সুপরামর্শ দিয়ে থাকে চিকিৎসা সহায়তা ও চিকিৎসা পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান মেডিএইডার। প্রতিষ্ঠানটি থাইল্যান্ডে দুইজনের চেকআপে দিচ্ছে বিশেষ ছাড়। দুইজনের চেকআপে খরচ হবে ৩৭,৯০০ টাকা।
আরো জানতে: +880 1755 690014
ওয়েবসাইট: www.mediaider.com