দেখলেই মুখে জল: সুইট বাস্কেটের কাঁচাগোল্লা

0
Sweet Basket-Kachagolla

কাঁচাগোল্লা দুধ দিয়ে তৈরি এক ধরনের মিষ্টি। এটি গরুর দুধ থেকে পাওয়া কাঁচা ছানা দিয়ে তৈরি করা হয় বলে কাঁচাগোল্লা নামে পরিচিত।

নাটোরে এর উৎপত্তি হয় বলে এই মিষ্টিটি নাটোরের কাঁচাগোল্লা নামে বেশি পরিচিত হলেও নাটোর ছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলায়ও এটি পাওয়া যায়।

লোভনীয় এই মিষ্টিটি এখন চট্টগ্রামে তৈরি করছে সুইট বাস্কেট

সুইট বাস্কেট-এর খুলশী ও পাঁচলাইশ আউটলেটে কাঁচাগোল্লা ছাড়াও পাওয়া যায় নানা স্বাদের দারুণ দারুণ সব মিষ্টি এবং মিল্ক ব্রেড ও কেক সহ নানা বেকারি পণ্য ।

যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ: ০১৭৯৯৯৯৭৯১০ (খুলশী), ০১৭৯৯৯৯৭৯০৯ (পাঁচলাইশ)

Please follow and like us:

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *