সাজিনাজ হাসপাতালে অক্টোবরে সাশ্রয়ী মূল্যে ডেলিভারি ও সিজারিয়ান

0
Shajinaz Hospital_October Delivery Offer_03-10-2024
 চট্টগ্রামের প্রথম কমপ্লায়েন্স হাসপাতাল সাজিনাজ হসপিটাল লিমিটেড-এ অক্টোবর মাসে দেয়া হচ্ছে সাশ্রয়ী মূল্যে নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন প্যাকেজ।
প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত:
✅ বেড ভাড়া
✅ ওষুধ
✅ অপারেশন থিয়েটারের চার্জ
✅ সার্জনের ফি
✅ রোগীর খাবার
এই হাসপাতালে রয়েছে বিশ্বমানের লেবার রুম, বিশেষজ্ঞ ডাক্তার এবং চমৎকার সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা।
এর বাইরে যেসব চার্জ প্রয়োজন হবে:
অতিরিক্ত বেড ভাড়া , ল্যাব টেস্ট, শিশুর জন্য সেবা, অতিরিক্ত ওষুধ বা অন্য যেকোনো সেবা (রোগীর প্রয়োজনে) জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
ইকোনমি কেবিনের জন্য ২,০০০ টাকা, ডিলাক্স কেবিনের জন্য ৪,০০০ টাকা এবং ভিআইপি কেবিনের জন্য ৫,০০০ টাকা যোগ করতে হবে।
❗ গুরুত্বপূর্ণ: যমজ শিশু বা ঝুঁকিপূর্ণ ডেলিভারির ক্ষেত্রে এই প্যাকেজ প্রযোজ্য নয়। রোগীর ফাইল এবং বিবরণ মূল্যায়নের পর চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে।
বিস্তারিত জানতে: সাজিনাজ হসপিটাল লিমিটেড, সাজিনাজ টাওয়ার, আরেফিন নগর, ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড, বায়েজিদ বোস্তামি, চট্টগ্রাম, বাংলাদেশ।
  01886338811, 09677888444
Please follow and like us:

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *