আপনার প্রতিষ্ঠানের নামে মানসম্মত চামড়াজাত পণ্য পেতে…

0
Lighthouse Leather Samples_20-10-2024
চামড়াজাত পণ্য নিয়ে ব্যবসা অথবা কর্পোরেট গিফট তৈরি করতে চান?
তাহলে জেনে নিন LighthousE Leather LTD. থেকে কীভাবে কর্পোরেট অর্ডার করবেন।
লাইটহাউজে পাইকারি ও কর্পোরেট অর্ডার খুব সহজে দেওয়া যায়। প্রতিষ্ঠানটি যেকোনো ধরনের পণ্য তৈরি করতে পারে আপনার প্রতিষ্ঠানের লোগো বা ব্র্যান্ডিং দিয়ে। লাইটহাউজে প্রস্তুত করা হয় ১০০% জেনুইন লেদারের অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, ম্যাসেঞ্জার ব্যাগ, বেল্ট, মানিব্যাগ, লেডিস ব্যাগ সহ সকল প্রকার চামড়াজাত পণ্য।
যেসব কারণে লাইটহাউজ লেদার-এর ওপর আস্থা রাখবেন
1️⃣ নিজস্ব ফ্যাক্টরি ও দক্ষ কারিগর – নিজস্ব কারখানা এবং দক্ষ কর্মী।
2️⃣ নিজের স্যাম্পল দিয়ে প্রোডাক্ট তৈরি করার সুযোগ।
3️⃣ ক্রিয়েটিভ ডিজাইনার – লাইটহাউজের ডিজাইনাররা আপনার আইডিয়াকে বাস্তব রূপ দেবে।
4️⃣ ৫ বছরের অভিজ্ঞতা – লেদার পণ্য তৈরিতে লাইটহাউজের রয়েছে ৫ বছরের অভিজ্ঞতা।
5️⃣ নিজস্ব ব্র্যান্ডে প্রোডাক্ট তৈরি করার সুযোগ কারণ লাইটহাউজ প্রাইভেট লেবেলিং করে যাতে আপনি আপনার ব্র্যান্ডে পণ্য বিক্রি করতে পারেন।
তাদের অফিসে গিয়ে মান যাচাই করতে পারেন:
ঠিকানা: বাসা- ৩৪ (৫ তলা), রোড- ০৪, ব্লক – জে, বনশ্রী, রামপুরা, ঢাকা।
01711-584600 (WhatsApp Available)
Please follow and like us:

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *